ভবনটির ছাদে গিয়ে গত ১১ আগস্ট ও ১৪ সেপ্টেম্বর দেখা যায়, সেখানে তিনটি কক্ষে তিনটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়—ন্যাশনাল লেবার পার্টি, জনতার অধিকার পার্টি (পিআরপি) এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন। রয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মহানগর কার্যালয়। ভবনটির ষষ্ঠ তলায় রয়েছে আরেকটি দলের কার্যালয়, নাম আমজনতার দল। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন ও আমজনতার দল গঠিত হয়েছে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর। জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত আরেক রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড বাংলাদেশের (আপ বাংলাদেশ) কার্যালয় রয়েছে জামান টাওয়ারে। সেটাও ছাদে। জামান টাওয়ারসহ পল্টন ও আশপাশের তিনটি ভবনে গিয়ে দেখা গেছে, এসব ভবনে রয়েছে ১৪টি দলের কেন্দ্রীয় কার্যালয় এবং একটি দলের মহানগর কার্যালয়। শুধু এই ১৪টি দল নয়, নির্বাচন কমিশনের (ইসি) তথ্য বিশ্লেষণে দেখা যায়,...