বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে হরতাল প্রত্যাহার করে এবার জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আজ মঙ্গলবার সকাল ৯টা নির্বাচন অফিসের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। দুপুর ১টা পর্যন্ত চলবে এই অবস্থান কর্মসূচি। আজ ও আগামীকাল দুই দিনের ডাকা আধাবেলা হরতাল প্রত্যাহার করে নতুন এই কর্মসূচি ঘোষণা দেয় সর্বদলীয় সম্মিলিত কমিটি। জেলা নির্বাচন অফিসের ঢোকার গেট আটকে আন্দোলনকারীরা সামনে অবস্থান নিয়েছে। অফিসে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফলে নির্বাচন অফিসের নিয়মিত কাজ বিঘ্নিত হচ্ছে। গত বৃহস্পতিবার আসন পুনর্বহালের দাবিতে হরতালসহ চার দিনের কর্মসূচি দেয় আন্দোলনকারীরা। বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত কমিটির সহ সমন্বয়ক ও জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম...