১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৫ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৬ এএম বাংলাদেশের চতুর্থ প্রজন্মের জীবন বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স তাদের গ্রাহকদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু করেছে। এ উদ্দেশ্যে সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটি টেলিমেডিসিন সেবা প্রদানকারী মিল্ভিক বাংলাদেশ-এর সঙ্গে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। রাজধানীর সোনালী লাইফের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও মিলভিক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মো. শিহাব উদ্দীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল, সিওও মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, সিআইও হাসিব রেজা, এএমডি এমদাদুল হক সাহিলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় সোনালী লাইফের গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা মিলভিক বাংলাদেশের টেলিমেডিসিন সেবা গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে মিলভিকের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সোনালী লাইফের বিভিন্ন...