১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪১ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬ এএম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল নিরঙ্কুশ জয় অর্জন করেছে। বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম তারা এমন সাফল্য পেল। নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, ভিপি ও জিএস পদে বিজয়ীদের সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বীর ভোটের ব্যবধান কয়েক হাজারেরও বেশি। শিবির ডাকসু জেতার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে যে বিষয়টি, সেটি নারীদের পোশাক ও কট্টর ইসলামিক পন্থার দিকে ধাবিত হওয়ার শঙ্কা। অনেকে বলছেন, শিবিরের বিজয়ের পর স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কাও রয়েছে। তবে এসব ভাবনা ও শঙ্কাকে উড়িয়ে দিয়ে ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বললেন, ‘কারো স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না।’ সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন সাদিক কায়েম। শিবিরের মাঝে নিজেদের কাঙ্ক্ষিত...