স্পোর্টস ডেস্ক: ব্যাটার আলিশান শারাফু ও অধিনায়ক মুহাম্মদ ওয়াসিমের পর বোলারদের নৈপুণ্যে চলমান এশিয়া কাপে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানকে ৪২ রানে হারিয়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। এই জয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রেখেছে আরব আমিরাত। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তান-আরব আমিরাতের মধ্যকার জয়ী দল সুপার ফোরের টিকিট পাবে। ২ ম্যাচ শেষে আরব আমিরাত ও পাকিস্তানের সমান ২ করে পয়েন্ট আছে। আজকের ম্যাচে আরব আমিরাতের জয়ে প্রথম দল হিসেবে সুপার ফোর নিশ্চিত হয়েছে ভারতের। সোমবার (১৫ সেপ্টেম্বর) আবু ধাবিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে সংযুক্ত আরব আমিরাত। উদ্বোধনী জুটিতে ৬৬ বলে ৮৮ রান যোগ করেন দুই ওপেনার শারাফু ও ওয়াসিম। টি-টোয়েন্টি ক্যারিয়ারের দশম হাফ-সেঞ্চুরি তুলে ৫১ রানে আউট হওয়ার আগে ৩৮ বলের ইনিংসে ৭টি...