বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলছে জেলা ও উপজেলা নির্বাচন অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি দুপুর ১২টা পর্যন্ত চলবে। এদিন সকাল থেকেই জেলা ও উপজেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান নিতে শুরু করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা-কর্মীরা। এ সময় তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম বলেন, আসন পুনর্বহালের দাবিতে আমাদের ধারাবাহিক কর্মসূচি চলছে। তারই অংশ হিসেবে আজ নির্বাচন অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করা...