সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, অতিরিক্ত সচিব কে. এম. আলী নেওয়াজসহ ইসি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাচন ভবনের বেজমেন্টে অবস্থিত ইসির গুদামে নির্বাচনি সরঞ্জাম দেখতে যান। এসময় তারা সংগৃহীত ভোটগ্রহণের বিভিন্ন সরঞ্জাম পরীক্ষা করে দেখেন। নির্বাচনি সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট বাক্স, লক, ঢাকনা, গানি ব্যাগ, সিল, বিভিন্ন প্রকার ফরম, প্যাকেট ইত্যাদি। ইসি ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী ১৬ সেপ্টেম্বর থেকে ১৬ নভেম্বরের মধ্যে মাঠ পর্যায়ের নির্বাচনি দ্রব্য ফরম, প্যাকেট বিতরণের পরিকল্পনা রয়েছে। নির্বাচনি সরঞ্জাম সংগ্রহের বিষয়ে জানতে চাইলে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘আজ বার্ষিক দ্রব্য সংগ্রহের পরিকল্পনা সংক্রান্ত মিটিং করেছি। ইতোমধ্যে নির্বাচনি সরঞ্জাম আসা শুরু হয়েছে।’ ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব কে. এম. আলী নেওয়াজ বলেন, ইতোমধ্যেই আমরা কোনো কোনো নির্বাচনি উপকরণ প্রায় অর্ধেক পেয়েছি। আবার কোনো...