উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাসরিন এবং উপজেলা খাদ্যগুদামের কর্মকর্তা মনিরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে চাল সরানোর সময় আশুরাইল গ্রামের শাহা কামাল মিয়া ও জুয়েল মিয়া নামে দুজনকে আটক করা হয়। এ সময় ১৬২ বস্তা সরকারি চালের পাশাপাশি প্রায় ১৫০টি খালি বস্তা, একটি ওজন মাপার মেশিন ও একটি বস্তা সেলাইয়ের মেশিন জব্দ করা হয়। জব্দ এসব মালামাল বর্তমানে উপজেলা প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাসরিন সাংবাদিকদের বলেন, প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করে সরকারি চাল আত্মসাৎ করা গুরুতর অপরাধ। এই ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আটক দুজন শ্রমিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত মোনায়েম মিয়া নামে আরও একজন পালিয়ে গেছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা খাদ্যগুদামের কর্মকর্তা মনিরুল ইসলাম জানান,...