নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত ও ছিনতাইকারী জুয়েল রানা (৩০) গ্রেপ্তার হয়েছে। সোমবার গভীর রাতে সাইলো গেইট এলাকা থেকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে। গ্রেপ্তারকৃত জুয়েল রানা নাসিক ৫ নং ওয়ার্ডের হারানো পুকুরপাড় এলাকার নুরুদ্দিন মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে সে এলাকায় ডাকাতি, ছিনতাই ও নানা অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল বলে জানা যায়। এলাকাবাসীর অভিযোগ, জুয়েল একা নয়, তার রয়েছে সক্রিয় সহযোগী চক্র। এদের সহায়তায় এলাকায় প্রায় নিয়মিত ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতির ঘটনা ঘটাতো। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়ালিউল্লাহ জানান, গোপন...