ভাঙ্গায় বিক্ষোভকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত ভাঙ্গা থানা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং ভাঙ্গা হাইওয়ে থানা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ভাঙ্গা থানা কম্পাউন্ডে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আব্দুল মাবুদ, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান মোল্লা, ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল, ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল, ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন প্রমুখ। পরিদর্শন শেষে তিনি বলেন, ‘এখানে আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে কথা হয়েছে। জনগণের নিরাপত্তা, শান্তি ও শৃঙ্খলা রক্ষার জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রশাসনের যারা এখানে কর্মরত রয়েছেন, তাদেরকে বলেছি- ভাঙচুরের ঘটনায় জড়িত প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে।’ তিনি আরো...