কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের দুঃশ্চিন্তা ছিল, তার অনুপস্থিতিতে 'অচিন পাখি সংগীত একাডেমি' চলবে কি করে! মৃত্যুর মাসখানেক আগে এ প্রতিষ্ঠানের সংগীতের শিক্ষক মারুফ হোসেনকে তিনি বলেছিলেন, ‘অচিন পাখি’ যেন এগিয়ে নেওয়া হয়। ‘গুরুর’ সেই কথাটিকেই ‘শেষ নির্দেশনা’ হিসেবে মেনে নিয়েছেন এ প্রতিষ্ঠানের শিক্ষকরা। লালনের সাধক-শিল্পী ফরিদা পারভীনের প্রয়াণের পর ‘অচিন পাখির’ শিক্ষক-শিক্ষার্থীরা বলেছেন, তারা ফরিদা পারভীনের আদর্শ লালন করে এবং তার প্রতি দায়বদ্ধ থেকে ‘অচিন পাখির’ কার্যক্রম ধরে রাখবেন। এ প্রতিষ্ঠানের পুরনো এক শিক্ষার্থীর কথায়, ‘অচিন পাখি’ মূলত চলত ফরিদা পারভীনের গানের আয়ে। তার ঘনঘন অসুস্থতায় প্রতিষ্ঠানের ভবন ভাড়া এবং শিক্ষকদের বেতন দিতে তাদের হিমশিম খেতে হয়েছে। ঢাকার তেজকুনি পাড়ার হোন্ডার গলিতে একটি ভাড়া বাড়িতে ফরিদা পারভীন ফাউন্ডেশন 'অচিন পাখি সংগীত একাডেমি’ প্রতিষ্ঠা পায় ১৬ বছর আগে। ফরিদা পারভীনের কণ্ঠে...