এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে শোচনীয় পরাজয় দেখেছে পাকিস্তান। অবশ্য ম্যাচ শেষে ভারতের হাত না মেলানোর আলোচনায় কিছুটা চাপা পড়েছিল পাকিস্তানের সেই পরাজয়ের আলাপ। তবে, সেটাকে কিছুটা সামনে নিয়ে আসলেন ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে কোনোমতে ১০০ ছাড়ানো পুঁজি দাঁড় করাতে পেরেছিল পাকিস্তান। শেষদিকে শাহিন আফ্রিদির ৩৩ রানের ইনিংসে ভর করে তাদের সংগ্রহ ছিল ১২৭ রান। ভারত সেই লক্ষ্য অনায়াসেই পেরিয়ে যায়। পাকিস্তানের এমন ভরাডুবির পর অশ্বিনের মনে করেন, পাকিস্তান দলে সাইম আইয়ুব ছাড়া কোনো ‘ক্লাস’ (মান) নেই। পাকিস্তান মূলত ম্যাচ ম্যাচ হেরে গিয়েছিল ব্যাটিং ইনিংসেই। ব্যর্থতার গল্প লিখে যাওয়া-আসার মিছিয়ে যোগ দিয়েছিলেন পাকিস্তানি ব্যাটাররা। প্রথম ৭ ব্যাটসম্যানের মধ্যে কেবল দুজন দুই অঙ্ক ছুঁতে পারেন। শাহিবজাদা ফারহানা ৪০ ও ফখর জামান করেন ১৭...