উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা কয়েকদিনের ভারী বর্ষণে তিস্তার পানি হঠাৎ বৃদ্ধি পেলেও আজ সকাল থেকে পানি নেমে যাওয়ায় স্বস্তি ফিরেছে লালমনিরহাট ও আশপাশের এলাকাগুলোতে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৬টায় তিস্তার পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার এবং সকাল ৯টায় বিপৎসীমার ২৮ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী শুণীল কুমার। এর আগে সোমবার ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। তবে বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী দুই দিনে তিস্তার পানি আবারও বাড়তে পারে। পাশাপাশি ধরলা ও দুধকুমার নদীর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছানোর আশঙ্কা রয়েছে। সকাল ৬টায় কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচে থাকলেও সকাল...