সীমানা পুনর্বিন্যাস নিয়ে ফরিদপুরে সকাল থেকে চলমান মহাসড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করায় যান চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন ও হামিরদী ইউনিয়ন দুটি ইউনিয়ন ফরিদপুর ২ আসনে অন্তর্ভুক্ত করায় ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন স্থানীয়রা। মঙ্গলবার ষষ্ঠ দিনে চলা এর অবরোধকালে সকাল সাড়ে ৯টার দিকে সড়ক থেকে সরে যান অবরোধকারীরা। এ দিকে সোমবার দুটি ইউনিয়ন পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, উপজেলা পরিষদ অফিস ও ভাঙ্গা থানা এবং ভাঙ্গা হাইওয়ে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এবিষয়ে ফরিদপুরের জেলা...