সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মারা গেছেন বার্সেলোনা ও ফ্রান্সের সাবেক ডিফেন্ডার এরিক আবিদাল। সোমবার অনেকগুলো এক্স একাউন্ট থেকে গুজব ছড়ায়, দ্বিতীয়বারের মতো লিভার প্রতিস্থাপনের সময় মারা গেছে তারকা সাবেক। প্রিয় অ্যাথলেটের মৃত্যু সংবাদে সমর্থকদের মাঝে উৎকণ্ঠা ছড়ায়। পরে আবিদালই নিশ্চিত করেছেন, জীবিত ও সুস্থ আছেন। আবিদাল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘এমন গুজবের কোন ভিত্তি নেই। পরিবারের সাথে আছি ও সবকিছু ঠিকঠাক আছে। সম্মান জরুরি। আমার পেছনে সন্তান ও পরিবার আছে। স্পষ্ট করে বলতে চাই, ভালো ও সুস্থভাবে বেঁচে আছি।’ আবিদালের স্ত্রী হায়াত আবিদাল বলেছেন, ‘এটি ভুয়া সংবাদ। এরিক মৃত নয়।...