বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে তিস্তা ও দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীসার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি বৃদ্ধি পেয়েছে ব্রহ্মপুত্র, ধরলাসহ অন্য নদ-নদীর পানিও। ফলে প্লাবিত হয়েছে নদী অববাহিকার চর ও নিম্নাঞ্চল। তলিয়ে গেছে আমনসহ বিভিন্ন ফসলের ক্ষেত। কৃষকদের অনেককেই নৌকায় করে জমিতে গিয়ে কাঁচা ধান কাটতে দেখা গেছে। স্থানীয়রা জানান, পানি আরো বৃদ্ধি পেলে তলিয়ে থাকা ধানসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হবে। পানি দ্রুত নেমে গেলে ক্ষতি থেকে রক্ষা পাবেন তারা।আরো পড়ুন:জুম ফলন ভালো হওয়ায় খুশি খাগড়াছড়ির চাষিরাসবজি চারা উৎপাদনে ব্যস্ত মানিকগঞ্জে কৃষকরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে জেলার নাগেশ্বরী উপজেলার পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ৭ সেন্টিমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে কিছুটা হ্রাস পেয়ে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার...