দুর্গাপূজা উৎসবকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে উদযাপনের প্রস্তুতি পর্যালোচনা করতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গেছেন প্রধান উপদেষ্টা। তিনি আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মন্দিরে উপস্থিত হন এবং সরেজমিনে প্রস্তুতি পরিদর্শন করেন। মন্দির পরিদর্শনের পর প্রধান উপদেষ্টা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় সভায় যোগ দেবেন বলে জানা গেছে। এর আগে, সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মিলিত হন বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতারা। সভায় তারা প্রধান উপদেষ্টাকে আগামী পূজামণ্ডপ পরিদর্শনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান। সভায় প্রধান উপদেষ্টা উল্লেখ করেন,...