পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দাবিতে ‘যুগপৎ আন্দোলনে’ নামছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি দল। ঘোষিত কর্মসূচি অনুযায়ী- দলগুলো আগামী ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করবে। একই দিনে ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে। এতে অংশ নেবেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী। বিসিএস পরীক্ষার্থীরা বলছেন, সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও পরীক্ষার হলে প্রবেশের সবশেষ সময় সকাল সাড়ে ৯টা। এজন্য পরীক্ষার্থীরা অনেকে ৮টার মধ্যে কেন্দ্রে চলে যাবেন। আবার এ পরীক্ষা ১২টায় শেষ হলেও বের হতে প্রায় ১টা বেজে যাবে। পরীক্ষা শেষে বেরিয়ে শহর ছাড়তে দুপুর ২টা থেকে আড়াইটা বেজে যাবে। এর মধ্যে বিক্ষোভ বা সমাবেশ করলে পরীক্ষার্থীরা; বিশেষ করে নারী...