নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল টেলিভিশনের জনপ্রিয় টকশো ‘প্রশ্নগুলো সহজ’-এ অংশ নিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা রাজনৈতিক পরিচয়, কূটনৈতিক সম্পর্ক এবং দল নিষিদ্ধকরণের বাস্তবতা নিয়ে সরাসরি ও কঠোর ভাষায় নিজের অবস্থান তুলে ধরেন। আলোচনার একপর্যায়ে উপস্থাপিকা রুমিন ফারহানার একটি ভাইরাল ছবি ও মন্তব্য তুলে ধরে প্রশ্ন করেন—তিনি আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ কি না, এমন বিতর্ক কেন উঠছে? জবাবে রুমিন বলেন, বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর। তিনি স্পষ্ট করেন, তিনি বর্তমানে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক এবং বিতর্কিত ছবিগুলো ফরাসি ও স্প্যানিশ রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত কূটনৈতিক অনুষ্ঠানে তোলা হয়েছিল, যেখানে তিনি দলীয় দায়িত্ব পালনরত অবস্থায় উপস্থিত ছিলেন। রুমিন বলেন,“রাষ্ট্রদূতের সামনে আপনি যদি বলেন—‘এই মানুষটা কোন দলে? আমি ছবি তুলব না’—এটা বস্তির মানসিকতা। কূটনৈতিক পরিবেশে দলীয় সংকীর্ণতা প্রদর্শন অনুচিত।”...