নাট্যসংগঠন ‘আবহমান’ ও ‘স্বপ্নদল’ যৌথভাবে আয়োজন করছে তিন দিনব্যাপী নাট্য উৎসব। ১৬-১৮ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে অনুষ্ঠিত হবে এই আয়োজন। প্রথম দিন ১৬ সেপ্টেম্বর ও দ্বিতীয় দিন ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় আবহমান মঞ্চস্থ করবে যথাক্রমে ‘সুন্দরী’ ও ‘চণ্ডীদাস’। দুটি প্রযোজনারই নির্দেশনা দিয়েছেন শাহিন রিজভি। এর মধ্যে ‘সুন্দরী’ নির্মিত হয়েছে মানুষ ও প্রকৃতির নিবিড় সম্পর্ককে কেন্দ্র করে। আর ‘চণ্ডীদাস’-এ উপস্থাপিত হয়েছে মধ্যযুগের কবি চণ্ডীদাসের মানসগঠন ও তৎকালীন সমাজব্যবস্থা। শেষদিন ১৮ সেপ্টেম্বর স্বপ্নদল পরিবেশন করবে রবীন্দ্রনাথ ঠাকুরের...