আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে হিন্দু সম্প্রদায়ের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, পূজার সময় প্রতিবছর সামনাসামনি দেখা হওয়াটা আনন্দের বিষয়। তিনি নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, পূজা উপলক্ষে সবার সৌহার্দ্য ও সহযোগিতা যেন অব্যাহত থাকে। হিন্দু সম্প্রদায়ের নেতারা জানান, এ বছর সারাদেশে মণ্ডপের সংখ্যা গত বছরের তুলনায় এক হাজারের বেশি বৃদ্ধি পেয়েছে। প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে চলছে এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে। ধর্ম মন্ত্রণালয়ের নিয়মিত তদারকি ও পরিদর্শনকে তারা বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন। ঢাকা মহানগর পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব বলেন, স্থায়ী দুর্গামন্দিরের জন্য রেল মন্ত্রণালয়ের জমি বরাদ্দ একটি ঐতিহাসিক ঘটনা। এছাড়া এবছরও পূজায় দুই...