স্প্যানিশ লা লিগায় টানা চতুর্থ জয়ে উড়ছে রিয়াল। এই ছন্দ নিয়ে ইউরোপ সেরার চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে জাভি আলোন্সোর দল। ইউরোপের ক্লাব ফুটবলে সবচেয়ে মর্যাদাপূর্ন এই আসর গত মৌসুমে ৩৬ দল নিয়ে নতুন আঙ্গিকে শুরু করে উয়েফা। আগের ফরমেটে রেকর্ড ১৫ বার শিরোপা জেতা রিয়াল গত আসরে ভালো কিছু করতে পারেনি। প্রথম রাউন্ডে পাঁচ জয় ও তিন হারে শীর্ষ আট দলের বাইরে একাদশ স্থান নিয়ে তাদের খেলতে হয় প্লে-অফ। সেখানে ম্যানচেস্টার সিটিকে দুই লেগে ৩-২ ও ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় লা লিগার ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদকে প্রতিপক্ষ পায় রিয়াল। নগর প্রতিদ্বন্দ্বীকে প্রথম লেগে ২-১ এ হারালেও দ্বিতীয় লেগ হারতে হয় ১-০ তে। এরপর আর্সেনালের কাছে...