১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৫ এএম ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুটি ইউনিয়ন পুনর্বিন্যাসের প্রতিবাদে সোমবার রাতে মহাসড়ক অবরোধ, অফিস ও থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি সাংবাদিকদের জানান, শান্তি ও শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় তা সব ব্যবস্থা নেওয়া হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। দিবাগত রাত ১২টার দিকে ঢাকা ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডিআইজি রেজাউল করিম বলেন, ভাঙ্গা উপজেলার পুনর্বিন্যাসের কারণে উদ্ভূত উত্তেজনা সামলানোর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত অফিস ও থানাগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন তিনি। এই পুনর্বিন্যাসে ভাঙ্গার দুটি ইউনিয়ন কেটে নেওয়ার বিষয়টি হাইকোর্টে রিটের অন্তর্ভুক্ত থাকায় এলাকায় প্রতিবাদ শুরু হয়।...