১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ এএম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে ভিজিডি ও ভিজিএফ (খাদ্য বান্ধব কর্মসূচি) এর জন্য বরাদ্দকৃত ১৬২ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গৌড় মন্দির এর পাশে একটি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত দোকানদাররা হলেন—মো. মোতাহার মিয়া ও রহমত আলী। দোকান থেকে চাল সরানোর সময় উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের সারাজ মিয়ার ছেলে শাহা কামাল মিয়া এবং একই গ্রামের লালন মিয়ার ছেলে জুয়েল মিয়া নামে দুজন শ্রমিককে আটক করা হয়। জানা গেছে, দরিদ্র ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত এ চাল গোপনে মজুত করে রাখা হয়েছিল অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে। খবর পেয়ে উপজেলা প্রশাসনের নেতৃত্বে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাসরিন এবং উপজেলা খাদ্য গুদামের...