এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আগের ম্যাচে শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হেরে সুপার ফোরে জায়গা করে নেওয়ার পথ আরও কঠিন করে তুলেছে লিটন দাসের দল। সুপার ফোরে যেতে হলে আজ তো জিততেই হবে, তারপরও তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। গতকাল হংকংকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে শ্রীলঙ্কা, যা বাংলাদেশের সমীকরণকে জটিল করে তুলেছে। আজকের ম্যাচে বাংলাদেশ হেরে গেলে সরাসরি বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। এমনকি ম্যাচটি যদি বৃষ্টিতে পরিত্যক্তও হয়, তবে বর্তমানে বাজে নেট রান রেটের কারণে বিদায়ের আশঙ্কাই বেশি থাকবে। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের দিকে। ওই ম্যাচে আফগানিস্তান যদি শ্রীলঙ্কার কাছে অস্বাভাবিকভাবে বড় ব্যবধানে হেরে যায়, তবেই সুপার ফোরের লড়াইয়ে বাংলাদেশের টিকে থাকার ক্ষীণ সম্ভাবনা থাকবে। মোটকথা কাগজে-কলমে সম্ভাবনা থাকলে।...