বাংলাদেশ এবার এশিয়া কাপে সেরা প্রস্তুতি নিয়ে গেছে। হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে শুরু করায় টাইগারদের নিয়ে বড় আশায় বুক বেঁধেছিলেন সমর্থকরা। পরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে সেই আশায় জল ঢেলেছে লিটন দাসের দল। এখন সুপার ফোরে ওঠার সমীকরণ অনেক যদি-কিন্তুর মধ্যে আটকে গেছে। ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ (১৬ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে নামবে বাংলাদেশ। সুপার ফোরে উঠতে চাইলে বাংলাদেশের সামনে প্রথম শর্ত, এই ম্যাচটি জিততেই হবে। জিততেই কি সুপার ফোর নিশ্চিত? না। সমীকরণ আরও আছে। আজ জিতলেও পরে বাংলাদেশের তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তানের ম্যাচের দিকে। ওই ম্যাচে যেন শ্রীলঙ্কা জয় পায়, সেই প্রার্থনা করতে হবে। তবেই সুপার ফোরে উঠতে পারবে টাইগাররা। বর্তমানে ২ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট শ্রীলঙ্কার। আফগানিস্তানের এক ম্যাচে ২ পয়েন্ট। আজ বাংলাদেশের বিপক্ষে হারলে তাদের...