১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ পিএম একটা সময় ছিল যখন বলিউডের সুপারহিট সিনেমার নায়িকা ছিলেন আমিশা প্যাটেল। ক্যারিয়ারের শুরু থেকে স্পষ্টভাষী হিসেবে পরিচিত এই অভিনেত্রী এবার খোলাখুলি বললেন বলিউড ইন্ডাস্ট্রির নানা অন্দরমহলের কথা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আমিশা জানান, তিনি কখনোই কোনো নির্দিষ্ট দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তার ভাষায়, ‘দর্শকদের ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, আমি কোনো নির্দিষ্ট দলের সঙ্গে যুক্ত নই। আমি মদ্যপান, ধূমপান কিছুই করি না। কাজের জন্য কারও তোষামোদও করি না। আমি যা অর্জন করেছি, তা আমার যোগ্যতায় করেছি। এই কারণে কিছু মানুষ আমাকে অপছন্দ করে। আমি আশপাশের কাউকে ফলো করি না।’ বলিউডে টিকে থাকা নিয়ে তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রিতে আপনার কোনো প্রেমিক বা স্বামী না থাকলে আপনার পক্ষে বিষয়টা...