সম্প্রতি বাবা-মেয়ের আবেগঘন একটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে অনেকেই চোখের জল ফেলেছেন। করছেন বাবা-মেয়ের প্রশংসা। ছোট্ট একটি ঘরোয়া ভিডিও এত দ্রুত যে ছড়িয়ে পড়বে তা হয়তো ভাবেননি তারা। নওগাঁর মেয়ে লামিয়া জান্নাত ২৫ আগস্ট ভিডিওটি সম্পর্কে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন। জানিয়েছেন নিজের অনুভূতি। লামিয়া জান্নাত লিখেছেন, ‘কয়দিন থেকেই বাসার সবাই নওগাঁ আসতে বলতেছিল। ভাবছিলাম ইফফির বিয়েটা খেয়ে এসে ঘুরে যাবো। এরপর আবার কনফিউজড, আসবো কি না! ২৩ তারিখ রাতে হুট করে ডিসিশন নিলাম পরের দিন আসবো। একটু পর ঠিক হলো পরের দিন যেহেতু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাইলে পরের দিন আসবো। কিন্তু আম্মু-বাবাকে জানাবো না।’ পরিকল্পনার কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘দুতিকে জানালাম। বাসে আম্মু একবার ফোন দিছে। আমি কেটে দিয়েছিলাম। এরপর বিকেলে আবার ফোন দিচ্ছিলো আর...