এ ঘটনায় শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুই তরুণীর নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ৫ থেকে ৬ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেন কলেজছাত্র নাঈম। পরে রাতেই সেটি মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ। ভুক্তভোগী নাজমুল হাসান নাঈম নগরের আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভূরারবাড়ী গ্রামের জহুরুল ইসলামের ছেলে। নাঈম জানান, নগরের কলেজ রোডের মীরবাড়ি এলাকায় একটি মেসে থেকে পড়ালেখা করছেন তিনি। সেখানে ট্রেনের শব্দে পড়ালেখার সমস্যা হওয়ায় নতুন বাসা খোঁজ করছিলেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ফেসবুকে ইংরেজিতে ‘টু লেট ময়মনসিংহ’ লেখা গ্রুপে ব্যাচেলর ১ রুমের সাবলেট ভাড়ার বিজ্ঞাপন দেখতে পান। সেখানে দেয়া মুঠোফোনের নম্বরে ফোন করলে বলা হয় দুই কক্ষের বাসায় এক কক্ষে স্বামী-স্ত্রী থাকেন আরেকটি কক্ষ সাবলেট ভাড়া দিবে। সে...