ইসরায়েলের চলমান আগ্রাসন এবং সাম্প্রতিক কাতার হামলার ঘটনায় মুসলিম দেশগুলোকে একত্র হয়ে যৌথ সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। রোববার কাতারের আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দোহায় গত মঙ্গলবারের ইসরায়েলি বিমান হামলায় পাঁচ হামাস সদস্য ও কাতারের এক নিরাপত্তা কর্মকর্তার নিহত হওয়ার ঘটনা ছিল আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এই হামলা প্রমাণ করে ইসরায়েল গোটা অঞ্চলের জন্য নিরাপত্তা হুমকি হয়ে উঠেছে। সুদানি বলেন, “মুসলিম দেশগুলো চাইলে নিজেদের রক্ষায় যৌথ নিরাপত্তা বাহিনী গঠনে কোনো বাধা নেই।” তিনি আরব ও ইসলামি দেশগুলোকে রাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বানও জানান। তার এ মন্তব্য আসে দোহায় আরব ও ইসলামি দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের প্রেক্ষাপটে, যা সোমবারের জরুরি সম্মেলনের প্রস্তুতি হিসেবে অনুষ্ঠিত হয়। বৈঠকে ইসরায়েলের কাতারে হামলার প্রতিক্রিয়া নিয়ে...