ডিবি পুলিশের সাইবার সেলের ওই কর্মকর্তারা জানান, এরা প্রতারকচক্র এবং তাদের অবস্থান রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর গ্রামে। তিনি আরো জানান, ঝিনাইদহসহ সারাদেশে এই প্রতারক চক্রটি প্রতারণার জাল বিস্তার করে টাকা হাতিয়ে নিচ্ছে। তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ সরকারি কেসি কলেজের সাবেক এক অধ্যক্ষ ও শহরের এক কাপড় ব্যবসায়ীর কাছে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে প্রথমে ভীতি সৃষ্টি করে মোবাইল এক্সেস হাতিয়ে নিয়েছে। অনেকে প্রতারণার খপ্পরে পড়ে টাকাও দিয়েছেন বলে জানা গেছে। এদিকে হোয়াটসঅ্যাপ নম্বরে পুলিশ পরিচয়ে প্রতারক চক্রের এই ফোন পেয়ে অনেকেই আতঙ্কিত হয়ে পড়ছেন। ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ কাজল বলেন, হোয়াটসঅ্যাপ থেকে প্রথমে ফোন দিলে বিশ্বাস করি এবং কিছুটা আতঙ্কিত হয়ে পড়ি। এর কিছুক্ষণ পর কিছু কৌতূহলী হয়ে ঝিনাইদহ পুলিশের সাইবার টিমের কাছে জানার চেষ্টা করি। তখন সাইবার...