ঢাকা: বাগেরহাটে সংসদীয় আসন ফিরিয়ে দেয়ার দাবিতে ঘোষিত ২ দিনের আধাবেলা হরতাল প্রত্যাহার করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এর পরিবর্তে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত জেলার প্রতিটি নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সংগঠনটির নেতাকর্মীরা।ইতোমধ্যে কমিটির নেতাকর্মীরা জেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান নিয়েছেন এবং আসন ফেরতের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছে। দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের ভোগান্তি বিবেচনা করেই হরতালের পরিবর্তে অবস্থান কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।কমিটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, নির্বাচন কমিশন যদি দ্রুত বাগেরহাটের ৪টি সংসদীয় আসন ফিরিয়ে না দেয়, তবে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন বাগেরহাটের ৪টি আসন কমিয়ে ৩টি করার গেজেট প্রকাশ করে। এরপর থেকেই সর্বদলীয় সম্মিলিত কমিটি আসন ফেরতের দাবিতে হরতাল-অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে...