ভিয়েতনামগামী একটি ফ্লাইটে এক অসুস্থ ব্যক্তিতে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। এই ভিডিও ভাইরাল হতেই সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে আলোচনায় এসেছেন তিনি। ‘শট’ (SHOT) নামের একটি টেলিগ্রাম চ্যানেল থেকে পাওয়া ভিডিওতে এ দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি। প্রতিবেদনে বলা হয়, মস্কো-হ্যানয় ফ্লাইটে এই ঘটনাটি ঘটে, যখন যাত্রার তিন ঘণ্টার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন ৫০ বছর বয়সি একজন যাত্রী। এরপর ভিয়েতনামী ক্রুরা চিকিৎসা সহায়তার জন্য আহ্বান জানালে এগিয়ে যান একই ফ্লাইটে থাকা মিখাইল মুরাশকো। জানা গেছে, ওই ব্যক্তি উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন, যা হার্ট অ্যাটাক বা অন্যান্য প্রাণঘাতী জটিলতা সৃষ্টি করতে পারে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী, যিনি নিজেই একজন প্রশিক্ষিত চিকিৎসক; বিমানে থাকা ওষুধ ব্যবহার করে এবং চিকিৎসার মাধ্যমে ওই ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল করেছেন বলে...