স্পেনের তরুণ ফুটবল প্রতিভা লামিনে ইয়ামাল ও আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের সম্পর্ক যেন নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন, যেখানে নিকোলকে দেখা গেছে তার পরিবার ও কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতে। ছবিগুলোর সঙ্গে ইয়ামাল ব্যবহার করেছেন টুপাক শাকুরের জনপ্রিয় গান ‘শুধু ঈশ্বরই আমাকে বিচার করতে পারেন’। বার্সেলোনার এই ১৮ বছর বয়সী ফরোয়ার্ডের পোস্ট করা ছবিগুলোর মধ্যে একটি ছবি বেশ আলোচনায় এসেছে, যাতে খালি গায়ের ইয়ামালকে জড়িয়ে আছেন নিকোল। অন্য এক ছবিতে নিকোলকে দেখা যায় ইয়ামালের ছোট ভাই কেয়েনের (যার বয়স মাত্র ৩ বছর) সঙ্গে খেলা করতে ও সুশি খেতে। এছাড়াও একটি ভিডিওতে দুজনকে একসঙ্গে আনন্দঘন মুহূর্তে দেখা গেছে। ছবিগুলোর বেশিরভাগই ছিল কেয়েনের জন্মদিনের অনুষ্ঠানের। জন্মদিনে অতিথি হিসেবে ছিলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহার ছেলে গায়েল, যিনি কেয়েনের...