আবাসিক এলাকাটির বিভিন্ন প্লটে একে একে গড়ে উঠছে বহুতল ভবন। মাঝে একটি প্লট চারপাশে দেওয়াল-টিন দিয়ে ঘেরা। ভেতরে আড়াআড়িভাবে রাখা একটি উড়োজাহাজ। চলার পথে এমন দৃশ্য দেখে থমকে যান অনেক পথচারী। ভাবেন, এত বড় উড়োজাহাজ প্রাচীরের মধ্যে ঢুকলো কীভাবে! কার্যত এ প্রশ্নের উত্তর পাওয়ার সুযোগ নেই। কারণ, সেখানে নেই কোনো তত্ত্বাবধায়ক। মাঝে মধ্যে কিছু মানুষ আসেন। তারা কেন আসেন তা ঠিক জানেন না এলাকাবাসী। তবে দু-একজন এখানে আসা ব্যক্তিরা কোনো একটি প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী বলে জানান। আবাসিক প্লটে উড়োজাহাজ ফেলে রাখার এ চিত্র রাজধানীর উত্তরার দিয়াবাড়ির। সেখানে ১৫ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ১৩ নম্বর প্লটে এ উড়োজাহাজটি রাখা হয়েছে। সাধারণত বিমানের বহরে থাকা কোনো উড়োজাহাজ পুরোনো বা নষ্ট হয়ে গেলে নিলামে বিক্রি করা হয়। এমন কয়েকটি উড়োজাহাজ ২০১৯ সালের আগে...