১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ এএম স্পেন ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে কঠোর পদক্ষেপ নিচ্ছে। স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আন্তর্জাতিক খেলাধুলার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, ইসরায়েলকে বৈশ্বিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হোক। একইসঙ্গে দেশটি ইসরায়েলের সঙ্গে প্রায় এক বিলিয়ন ইউরোর অস্ত্রচুক্তিও বাতিল করেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। গত সপ্তাহে গাজায় ইসরায়েলের হামলার পর স্প্যানিশ প্রধানমন্ত্রী সানচেজ এই পদক্ষেপের কথা জানান। তিনি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তেমনই ইসরায়েলের ক্ষেত্রেও নীতি প্রযোজ্য হওয়া উচিত। গাজায় বর্বরতা চলতে থাকলে ইসরায়েলকে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি দেওয়া উচিত নয়। সানচেজ বলেন, “রাশিয়া বা ইসরায়েল—যে কোনো বর্বরতা শেষ না হওয়া...