ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে আন্দোলন অব্যাহত রয়েছে।সোমবার (১৫ সেপ্টেম্বর) এরই ধারাবাহিকতায় ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) বিষয়টিকে জনগণের আন্দোলন আখ্যা দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আবেদন জানিয়েছেন। হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মোল্লা পাঁচ দফা দাবি তুলে ধরে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে বলেছেন, দাবিগুলো মেনে নিলে আমরা ঘরে ফিরে যাব। তবে সোমবার রাতে ভাঙ্গা সফরে গিয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, যারা ফ্যাসিস্ট, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছি। ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে জাতীয় সংসদীয় আসন ২১৪ ফরিদপুর-৪ এ অন্তর্ভুক্তকরণের বিষয়টি পুনর্বিবেচনার আবেদন জানিয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবকে একটি চিঠি দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান মোল্লা। আরো পড়ুন :ভাঙ্গায় উপজেলা...