গোপালগঞ্জে চিকিৎসা সনদ বা প্রশিক্ষণবিহীন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত; যিনি অস্বাস্থ্যকর টিনশেডের চেম্বারে রোগী ভর্তি রাখতেন, এমনকি সেখানে অস্ত্রোপচারও করে আসছিলেন। সোমবার মুকসুদপুর উপজেলার আদমপুর নতুন বাজারে ওই ব্যক্তির চেম্বারে অভিযান চালিয়ে তাকে তিন মাসের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ। সাজাপ্রাপ্ত মো. রেজাউল করিম শেখ (৪২) মুকসুদপুর উপজেলার আদমপুর গ্রামের আতর আলীর ছেলে। ব্যবস্থাপত্রে তার নামের আগে ডাক্তার লেখা হয়েছে। নামের পরে ডি.এম.এ ঢাকা ডিগ্রি যুক্ত করে তিনি কোমর, বাত, হাঁটু ব্যাথা, চর্ম, এলার্জি, ডায়াবেটিস, মা ও শিশু স্বাস্থ্য মেডিসিনে অভিজ্ঞ বলে উল্লেখ করেছেন। এছাড়া বিভিন্ন প্রকার অপারেশন ও দাঁত তোলায় বিশেষ অভিজ্ঞ বলেও লিখে রেখেছেন ব্যবস্থাপত্রে। আদমপুর বাজারের বাসিন্দা তাইজুল...