ঢাকায় অবস্থানরত মার্কিন বাণিজ্য প্রতিনিধিদলের (ইউএসটিআর) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। নতুন শুল্ক কাঠামোর আলোকে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার ঢাকায় মার্কিন দূতাবাসের ‘চিফ অব মিশন রেসিডেন্সে’ এ বৈঠক হয়। ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন ও লেবার অ্যাটাশে লীনা খান। বৈঠক শেষে বিজিএমইএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকটি ছিল ‘ফলপ্রসূ’। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানিতে গড় এমএফএন (Most Favored Nation) শুল্ক ১৬ দশমিক ৫ শতাংশ, সঙ্গে নতুন করে ২০ শতাংশ পাল্টা শুল্ক যোগ হওয়ায় মোট শুল্ক দাঁড়িয়েছে প্রায় ৩৬ দশমিক ৫ শতাংশ। এ পরিস্থিতি বাংলাদেশের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। তিনি শুল্ক কমানোর প্রয়োজনীয়তার...