লজ্জা, অস্বস্তি কিংবা সামাজিক ট্যাবু ভেদ করে দেশের নারীদের প্রতিবন্ধকতায় স্বস্তি দিতে এসেছে আকিজ হেলথকেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেড এর অন্যতম ব্র্যান্ড ‘সখী স্যানিটারি ন্যাপকিন’। গত ২০ ও ২১ আগস্ট ঢাকার অন্যতম ঘনবসতিপূর্ণ দুটি এরিয়া, কড়াইল ও রায়ের বাজারে ‘সখী’ টিম সফলভাবে “সখী হয়ে তোমার পাশে” ক্যাম্পেইনটি সম্পন্ন করে।বাংলাদেশের লাখ লাখ কর্মজীবী নারীরা সংসার আর জীবিকার তাগিদে নিয়মিত ঘরের বাইরে যায়। ঘর ও বাহিরের সব দায় সামলে প্রতি মাসের কয়েকটা দিন তাদের জন্য হয়ে ওঠে সবচেয়ে কঠিন। কারণ এখনো পিরিয়ড তাদের কাছে লজ্জার ও অস্বস্তির বিষয়।প্রথম আলো’র এক পরিসংখ্যানে দেখা গেছে, গার্মেন্টসে কাজ করা অনেক নারী পিরিয়ডের জন্য মাসে ২-৩ দিন কাজে যেতে পারেন না। এর ফলে বছরে প্রায় ২০০ মিলিয়ন কর্মঘণ্টা নষ্ট হয়। অন্যদিকে ওয়াটারএইড এর এক জরিপে দেখা গেছে...