এশিয়া কাপের গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে একপেশে জয় তুলে নিয়েছে ভারত। তাই ম্যাচ ছাপিয়ে আলোচনায় এসেছে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের হ্যান্ডশেক না করা। চলতি আসরের সুপার ফোরে আবারও যদি পাকিস্তানের মুখোমুখি হয় ভারত, তাহলে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব আবারও পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে হাত মেলানো এড়িয়ে যাবেন। গত রবিবার গ্রুপপর্বের ম্যাচে দুবাইয়ে পাকিস্তানকে ৭ উইকেটে হারালেও ম্যাচ শেষে সূর্যকুমারের এড়িয়ে যাওয়া হ্যান্ডশেক পুরো ম্যাচের আলোচনাকে ছাপিয়ে যায়। সূর্যকুমার যাদব নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘জীবনে কিছু কিছু বিষয় খেলোয়াড়সুলভ আচরণের চেয়েও বড়। এই জয় আমরা উৎসর্গ করেছি সশস্ত্র বাহিনীকে এবং পাহালগাম সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারকে।’ সূচির কারসাজিতে এশিয়া কাপে একাধিকবার ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে। ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ জানিয়েছে, এমনটা হলেও ভারতীয়রা পাকিস্তানিদের সাথে হ্যান্ডশেক...