এশিয়া কাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে। আর এই ম্যাচটাই নির্ধারণ করে দেবে লিটন দাস-মোস্তাফিজদের সুপার ফোর ভাগ্য। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে দারুণ সূচনা করলেও শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েছে। ফলে গ্রুপে দুই ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ২ পয়েন্ট। অন্যদিকে হংকং ইতিমধ্যেই ছিটকে গেছে। শ্রীলঙ্কা আগেই নিশ্চিত করেছে পরের পর্ব। তাই বাঁচা-মরার এই সমীকরণে বাংলাদেশের জয় ছাড়া কিছুই ভাবার সুযোগ নেই। হারলেই বিদায়, আর জিতলে সুপার ফোরে লড়াই চালিয়ে যাওয়ার দরজা খুলে যাবে।আরো পড়ুন:ক্যাচ মিস আর নো-বলের মহড়ায় হংকংয়ের হারআমিরাতের দাপুটে জয়ে সুপার ফোরে ভারত তবে প্রতিপক্ষ সহজ নয়। আফগানিস্তান প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে আত্মবিশ্বাসী। তাদের...