ব্রাজিল ফুটবলের আধুনিক যুগের পোস্টারবয় নেইমার জুনিয়র। সেলেসাওদের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক এই ফরোয়ার্ড জাতীয় দলের হয়ে অসংখ্য জাদুকরী মুহূর্ত উপহার দিয়েছেন। তবুও বহু চেষ্টা করেও দেশকে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা এনে দিতে পারেননি তিনি।৩৩ বছর বয়সী নেইমার এবার সর্বশেষ সুযোগ হিসেবে তাকিয়ে আছেন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের দিকে। তবে প্রশ্ন হচ্ছে—আসন্ন টুর্নামেন্টে তিনি কি আদৌ খেলতে পারবেন? নাকি কার্লো আনচেলত্তি তাকে ছাড়াই সাজাবেন ব্রাজিলের দল?গত কয়েক বছর ধরে বারবার ইনজুরির কবলে পড়েছেন নেইমার। এর প্রভাব পড়েছে তার আন্তর্জাতিক ক্যারিয়ারে। ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তি জানিয়েছেন, নেইমার বিশ্বকাপে খেলবেন কি না, সেটি নির্ভর করবে পুরোপুরি তার শারীরিক অবস্থার ওপর।ফরাসি সংবাদমাধ্যম লো’কিপ-কে দেওয়া সাক্ষাৎকারে ৬৬ বছর বয়সী এই ইতালিয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন— “নেইমার যদি পুরোপুরি ফিট না হন, তাহলে...