অত্যাবশকীয় ৩৩টি ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে বলে জানিয়েছে একমাত্র রাষ্ট্রীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)।প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ৬০ বছরের ইতিহাসে ছয় মাসে এতো পরিমাণ অগ্রগতি হয়নি। এই ধারা অব্যাহত থাকলে আগামী ছয় মাসের মধ্যে অধিকাংশ ওষুধের দাম কমানো সম্ভব হবে। এতে সরকারের বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে বলেও জানিয়েছে ইডিসিএল।বুধবার (১৩ আগস্ট) রাজধানীর তেজঁগাওয়ের ইডিসিএলের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইডিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক সামাদ মৃধা।ব্যবস্থাপনা পরিচালক জানান, ‘বর্তমানে প্রতিষ্ঠানটি শুধুমাত্র অত্যাবশ্যকীয় ওষুধ উৎপাদনের দিকে গুরুত্ব দিচ্ছে। এর আগে বড় অংশজুড়ে ছিল অপ্রয়োজনীয় ওষুধ। তবে সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান স্পষ্টভাবে বলেছেন, এই খাতের আসল লাভ মানুষের সুস্থতা।’তিনি বলেন, ‘আগে কাঁচামাল কেনা হতো অস্বচ্ছ প্রক্রিয়ায়।...