শরীর মালিশ করে না দেওয়ায় এক শিশু শিক্ষার্থীকে এলোপাতাড়ি বেত্রাঘাত করার অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। তিন দিন পর গতকাল সোমবার মাদ্রাসায় গিয়ে শিশুটিকে অসুস্থ দেখতে পেয়ে তার মা সোনারগাঁ থানায় অভিযোগ করেন। এর পর থেকে অভিযুক্ত শিক্ষক মনির হোসেন পলাতক। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দাওয়াতুল কোরআন হাজী গিয়াসউদ্দিন প্রধান মাদ্রাসা ও এতিমখানায় গত শুক্রবার নির্যাতনের ওই ঘটনা ঘটে। জানা যায়, ষোলপাড়া গ্রামের ইসলাম মিয়ার ছেলে ইমরান হোসেন ওই মাদ্রাসায় আবাসিক থেকে নাজেরা শাখায় পড়াশোনা করে। গত শুক্রবার রাত ৯টার দিকে মাদ্রাসার শিক্ষক মনির হোসেন শরীর মালিশ করার জন্য ইমরানকে ডেকে নেন। ইমরান অসুস্থতার কথা বলে তাতে রাজি হয়নি। এতে শিক্ষক ক্ষিপ্ত হয়ে বেত ও লাঠি দিয়ে এলোপাতাড়ি তাঁকে মারধর করেন। এতে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। গতকাল সকাল ১০টার...