সীমানা পুনর্বিন্যাসের দাবিতে ফরিদপুরে ফের মহাসড়ক অবরোধ করছে বিক্ষুব্ধ জনতা। এতে করে ফরিদপুরের সঙ্গে ভাঙ্গার যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের হামিরদী ইউনিয়নের সীমানাবর্তী হামিরদী বাসস্ট্যান্ডসহ কয়েকটি স্থানে গাছের গুড়ি ফেলে বিক্ষোভ করে তারা। অবরোধকারীরা জানান, সম্প্রতি নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত আমরা মানি না। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত থেকে যতক্ষণ সরে না আসবে ততক্ষণ পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখা হবে। সরেজমিনে দেখা গেছে, অবরোধের কারণে মহাসড়কে যানবাহন আটকা পড়ে আছে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি কাজে ব্যবহৃত গাড়িগুলো ছেড়ে দিচ্ছেন তারা। এদিকে সোমবার (১৫ সেপ্টেম্বর) অবরোধ পালনের সময় ভাঙ্গা উপজেলা অফিস ও থানায় তাণ্ডব চালিয়েছিল স্থানীয় এলাকাবাসী। এসময় তারা পুলিশের গাড়ি ও সরকারি অফিসের সরঞ্জাম ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ওই দিন রাতে ক্ষতিগ্রস্ত অফিসগুলো...