১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০০ এএম বাংলাদেশ মেডিক্যাল ইকুইপমেন্ট ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও এক্সট্রা অর্ডনারি জেনারেল মিটিং (ইজিএম) অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর (সোমবার) রাজধানীর এসকেএস টাওয়ারে আমানা ফুড ভিলা বাফেট রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ অনুষ্ঠান হয়। এতে কার্যনির্বাহী কমিটিসহ শতাধিক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. টিপু সুলতান। ২০২৪ সালের আর্থিক বিবরণী উপস্থাপন করেন পরিচালক (অর্থ) মনিরুজ্জামান মনির। বার্ষিক প্রতিবেদন ও গঠনতন্ত্রের পরিমার্জন সংক্রান্ত প্রস্তাবনা উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আরশেদ আলম পুলক। এ সময় সরকারের সদ্য প্রবর্তিত বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ অনুযায়ী অ্যাসোসিয়েশনের আর্টিকেল অব অ্যাসোসিয়েশনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়, যা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভাপতির বক্তব্যে টিপু সুলতান বলেন, সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে...