জাপানের টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে পোল ভল্টে বিশ্বরেকর্ড গড়েছেন সুইডেনের আরমান্ড দুপলান্তিস। ৬.৩০ মিটার লাফিয়ে পোল ভল্টের ইতিহাসে নিজের রেকর্ডই ভেঙেছেন তিনি। এই নিয়ে ১৪ বার নিজের রেকর্ড ভাঙলেন। সঙ্গে টানা তিনবার পোল ভল্টে পেয়েছেন বিশ্বসেরার তকমা। দুপলান্তিস প্রথম কেউ যিনি ৬.৩০ মিটার উচ্চতা টপকেছেন। তার ধারে কাছে নেই কেউ। ২৫ বর্ষী দুপলান্তিস গতমাসে হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্সে ৬.২৯ মিটার উচ্চতা টপকেছেন। জুনে স্টকহোম ডায়মন্ড লিগে দুপলান্তিস পাড়ি দিয়েছিলেন ৬.২৮ মিটার। ফেব্রুয়ারিতে ক্লেরমন্ট-ফেরান্ডে পাড়ি দেন ৬.২৭ মিটার। দুপলান্তিসের বিশ্বরেকর্ড ভাঙার শুরুটা হয়েছিল ২০২০ সালে। ফ্রেঞ্চ অ্যাথলেট রেনাউড লাভিলেনির ছয় বছর অক্ষত থাকা রেকর্ড তিনি পোল্যান্ডে ভাঙেন ৬.১৭ মিটার লাফে। লাভিলেনির রেকর্ডটি ভাঙার এক সপ্তাহের কম ব্যবধানে ছুঁয়ে ফেলেন ৬.১৮ মিটার। এরপর যেন নিজের সঙ্গেই লড়াই দুপলান্তিসের। প্রতি একবছরে বিশ্বরেকর্ড ভেঙেছেন গড়ে...