বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থান করছেন সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা ফ্যাসিস্ট শামীম ওসমান। সম্প্রতি, সেখানে পরিবারের সঙ্গে ‘চিল’ বা আমোদ-ফুর্তি করার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। ভাইরাল হওয়া ভিডিওতে নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানকে তার পরিবারের সদস্যদের সাথে দুবাইয়ে বিলাসবহুল গাড়িতে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। অনেকেই ভিডিওটি শেয়ার করে বিরূপ মন্তব্য করেছেন। নেটিজেনরা বলছেন, হাসিনার লাঠিয়াল দেশের টাকা মেরে বিদেশে গিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে ফুর্তিতে আছে। অথচ অবুঝ কর্মীগুলা এখনো দেশে চামচামি করে বেড়ায় আর মার খায়, আর তার নেতা ও নেতার পরিবার পিকনিক করে! ওরা চিল করে বেড়ায় আর দেশে কিছু পাতি নেতা জয় বাংলা বলে চিল্লাচিল্লি করে। নিম্নতম লজ্জা থাকলে মুখ লুকিয়ে রাখত। এদের লজ্জা বলতে কোন...