মাসখানেক পর অবমুক্তির ৮ বছর পার করবে ‘আহারে জীবন’ গানটি। আর মাত্র ৪ বছর পর যুগপূর্তি। তখন হয়তো বলা যাবে একটা কাল জয় করে ফেলল আরও এক নারী কণ্ঠশিল্পীর একটি গান। সেই শিল্পীর নাম শারমীন সুলতানা সুমী, চিরকুট ব্যান্ডের ভোকাল। আজ তার জন্মদিন। বাড়িতে বিদ্যুৎ চলে গেলে তার বাবা বলতেন, ‘সুমী, হারমোনিয়ামটা নিয়ে আয়।’ শুরু হতো গান। বাবা নাটক করতেন। মেয়ে হয়েছেন কণ্ঠশিল্পী, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে সুমী আজ ভীষণ জনপ্রিয় শিল্পী। প্রায় দুই যুগের সঙ্গীতযাত্রায় দেশের গণ্ডি পেরিয়ে আধুনিক বাংলা গানকে তিনি আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিতে ভূমিকা রেখেছেন। চিরকুট ব্যান্ডের ভোকাল, গীতিকার, সুরকার শারমীন সুলতানা সুমী। খুলনার খালিশপুর থেকে এসেছিলেন রাজধানী ঢাকায়। পাড়ি দিয়েছেন দীর্ঘ সংগ্রামের পথ। আজ তিনি বহু নারী-পুরুষের প্রেরণা। সংগীতে অবদানের জন্য অনন্যা পুরস্কার, ব্র্যান্ড...